• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

এনসিপিকে ১০ আসন দেওয়ার দাবি ‘কাল্পনিক’: জামায়াতের নায়েবে আমীর  

প্রকাশিত: ১৫:১৬, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এনসিপিকে ১০ আসন দেওয়ার দাবি ‘কাল্পনিক’: জামায়াতের নায়েবে আমীর  

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দিতে রাজি হওয়ার খবর সত্য নয়। 

জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১১ দলের নির্বাচনি আসন নিয়ে সমঝোতা শিগগিরই। এনসিপিকে ১০ আসন দেওয়ার দাবি ‘কাল্পনিক’।

জামায়াতের এই নেতা জানান, তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাহের এসব কথা বলেন।

এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে- তারা এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আমরা বিষয়টিকে স্বাগত জানিয়েছি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2