ওপর লেভেলের চাপে আমাকে ফাঁসানো হয়েছে: তাহরিমা জান্নাত সুরভী
ছবি: সংগৃহীত
মামলা বাণিজ্য ও প্রতারণায় অভিযুক্ত আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী বলেছেন, ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে। আমার প্রশ্ন হলো, এই ওপর লেভেলের লোকটা কে?
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সুরভী বলেন, আমি টানা চারদিন হাসপাতালে ছিলাম। অনেকে আমাকে দেখতেও গিয়েছিলো।
তিনি বলেন, আমার বয়স ১৭ বছর। আমার পরীক্ষা আছে তাই আমি জামিন চেয়েছিলাম। যারা আমাকে অনেক হেল্প করেছেন যারা তাদের অনেক ধন্যবাদ। আমি ১১ দিন জেলে ছিলাম। আমাকে দুইবার রিমান্ড দেওয়া হয়। কোনো প্রমাণ না থাকলেও আমাকে রিমান্ড দেওয়া হয়। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না।
সুরভী বলেন, আমার কাছে আপসনামা নিয়ে আসে। আমি সেখানে সই করি না। আমি তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি মামলা করেছিলাম। সেই প্রেক্ষিতে আমার কাছে আপসনামা নিয়ে আসে।
বিভি/এআই




মন্তব্য করুন: