নির্বাচন সামনে রেখে কর্মচঞ্চল বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক সপ্তাহের দলীয় শোক পালন শেষে নির্বাচন সামনে রেখে কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়। বুধবার সকাল থেকে নিজ এলাকার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে।
গত কয়েকদিনের মতোই বুধবারও সকাল ১১টার পর দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের দলীয় শোক শেষে পুরোদমে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি। নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনসহ দলীয় নেতাকর্মীদের সাথে। পরে দুপুর ২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এছাড়া বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: