• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬:০৩, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের জানাজা অনুষ্ঠিত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুব বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

জানা গেছে, জানাজা নামাজ শেষে তার মরদেহ বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার পর দাফন করার কথা রয়েছে।

এর আগে, গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের তেজতুরি বাজারে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩–৪ জনের কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2