• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী!

প্রকাশিত: ১৭:২১, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী!

ঋণখেলাপি হওয়ায় কুমিল্লা-৪ আসনে নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। 

ঋণখেলাপির তালিকা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে স্থগিত করেন চেম্বার আদালত। এতে ঋণখেলাপিই থাকছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

এর আগে গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। সেই সঙ্গে ওইদিন ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও সেদিন বৈধ ঘোষণা করা হয়েছিল।

এরমধ্যেই সম্প্রতি ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। তবে সেই তালিকা স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ জন এবং কুমিল্লা-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থন তালিকায় অসামঞ্জস্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংক হিসাব সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে দাখিল না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন বলেও জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2