• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

প্রকাশিত: ১৯:৫২, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাবিব চৌধুরীকে (২৪) লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাসন থানার যোগীতলা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, সম্প্রতি হাবিব অনলাইনে মোটরসাইকেল বিক্রির একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। বৃহস্পতিবার হাবিবকে মোগরখাল এলাকায় একটি নির্জন স্থানে ডাকেন তারা। হাবিব সেখানে যাওয়ার পর মোটরসাইকেল পরীক্ষার কথা বলে একজন সেটিতে ওঠেন। ঠিক সেই মুহূর্তেই অন্যজন হাবিবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলি শরীরে না লাগায় তিনি প্রাণে বেঁচে যান। এই সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, মোটরসাইকেলের যা দাম, তার চেয়ে কিছুটা বেশি দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা আগ্রহ দেখায়। ঘটনাস্থলে গেলে আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় এসেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘এনসিপি সদস্য হাবিব চৌধুরীকে ট্র্যাপে ফেলা হয়েছিল। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তারা কেউই নিরাপদ নন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টা সময় দিচ্ছি, এর মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2