• NEWS PORTAL

  • সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার সাহস ও সংগ্রাম অনুপ্রেরণা হয়ে থাকবে: কবীর আহমেদ ভূইয়া

প্রকাশিত: ২২:১০, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:১০, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
খালেদা জিয়ার সাহস ও সংগ্রাম অনুপ্রেরণা হয়ে থাকবে: কবীর আহমেদ ভূইয়া

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতা-কর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূইয়া।

রবিবার (১১ জানুয়ারি) কসবা সদরের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার জন‍্য পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

কবীর আহমেদ ভূইয়া তার বক্তব্যে বলেন, “দেশের ক্লান্তিকালে তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন। এ দেশের মানুষ জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “কসবা–আখাউড়াকে একটি আধুনিক মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত হলে কসবা–আখাউড়া কৃষিবান্ধব উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠবে।”

বিভি/এনএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2