‘খালেদা জিয়া গণতন্ত্রের যে মশাল বহন করেছেন তার সম্মান রাখতে হবে’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের স্বার্থে বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের যে মশাল বহন করেছেন তার সম্মান রাখতে হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপোষহীন বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। গণতন্ত্রের যে মশাল তিনি দেশবাসীর জন্য বহন করেছেন তার সম্মান রাখার আহ্বান জানান আমীর খসরু।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট মোহাম্মদ মোরশেদ হোসেন। শুরুতে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন সম্পন্ন হয়। পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনো সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: