• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের কাছ থেকে যে আশ্বাস পেয়েছেন নুরুল হক নুর

প্রকাশিত: ১৭:১৬, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের কাছ থেকে যে আশ্বাস পেয়েছেন নুরুল হক নুর

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমন্বয় ও সংকট নিরসনে প্রয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে কথা বলবেন—এমন আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রাজধানীর মিরপুরে নিজের নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের ভোটারদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক ডাকসু ভিপি নুর জানান, বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার পরামর্শ তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে দিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান সেই প্রস্তাব গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, প্রয়োজন হলে তারেক রহমান সরাসরি সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলবেন—এমন বার্তাও তিনি পেয়েছেন। ভিপি নুর বলেন, রাজনৈতিক ঐক্য ও বৃহত্তর স্বার্থে ভুল বোঝাবুঝি দূর করা জরুরি। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হলে তা সবার জন্য ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে “জয় আমাদের হয়ে গেছে”—এমন বক্তব্যকে কেন্দ্র করে যে সমালোচনা সৃষ্টি হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর। তিনি বলেন, অতীতের ভোটের সমীকরণ এবং ভোটারদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়া বিবেচনায় নিয়েই তিনি জয় প্রায় নিশ্চিত—এমন ইঙ্গিত দিতে চেয়েছিলেন।

ভিপি নুর আরও জানান, গত এক বছরে দশমিনা ও গলাচিপা উপজেলায় প্রায় ছয়শ কোটি টাকার সরকারি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এই দুটি উপজেলাকে একটি “রোল মডেল” হিসেবে গড়ে তুলতে চান, যেখানে উন্নয়নের পাশাপাশি সব রাজনৈতিক দল, ধর্মীয় সম্প্রদায় এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা অটুট থাকবে।

এ ছাড়া তিনি এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: