নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দুঃখ-দুর্দশার কথা শুনলেন তারেক রহমান
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন তারেক রহমান নিজের গাড়ি থামিয়ে নেমে আসেন এবং ধৈর্য ধরে শিক্ষকদের দুঃখ-দুর্দশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাদের ন্যায্য দাবিগুলো জানানো হয়।
বিভি/টিটি



মন্তব্য করুন: