• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

অষ্টগ্রামের হিন্দুপল্লীতে কাজী রেহা কবির সিগমার গণসংযোগ

প্রকাশিত: ১৯:০৫, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অষ্টগ্রামের হিন্দুপল্লীতে কাজী রেহা কবির সিগমার গণসংযোগ

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রবীণরা তাকে শুভকামনা ও আশীর্বাদ জানান।

গণসংযোগকালে কাজী রেহা কবির সিগমা হিন্দু সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ, নারী- পুরুষ ও শিশুদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়রা হাওরাঞ্চলের জীবনযাত্রা, হাওর পারাপারের দুর্ভোগ, নদীকেন্দ্রিক জীবিকা, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে তাদের অভাব-অভিযোগ ও মতামত তুলে ধরেন।
 
কাজী রেহা কবির সিগমা বলেন, “হিন্দু ভাই-বোনদের ওপর কোনো ধরনের হামলা, নিপীড়ন বা বৈষম্য কখনোই মেনে নেওয়া হবে না। আপনাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমি ক্ষমতার জন্য নয়, হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।”

চলমোহন নদী প্রসঙ্গে বলেন, “এই নদী হিন্দু-মুসলিম সব জেলের জীবিকার অংশ। কোনো একক গোষ্ঠী বা দখলদারের নয়। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অন্যায় টিকতে পারে না।”

তিনি আরও বলেন, “যদি সৃষ্টিকর্তা আমাকে শক্তি, সাহস ও সুযোগ দেন, অবশ্যই আপনাদের পাশে থাকব। নির্বাচিত হই বা না হই, আপনাদের কাছে আসতে চাই। আপনাদের বাড়িতে গিয়ে একসঙ্গে চ্যাপা শুঁটকি দিয়ে ভাত খেতে চাই।”

বিভি/এজেড

মন্তব্য করুন: