আকাঙ্ক্ষা এবার বাস্তবায়িত থাকবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে যাচ্ছি এবার তা বাস্তবায়িত হবে। আমাদের কোনো দলীয় প্রার্থী থাকবে না। সবাই ১১ দলীয় জোটের পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলন শুরু হয়। বক্তৃতাকালে উক্ত কথা বলেন নাহিদ ইসলাম।
জানা যায়, সংবাদ সম্মেলন থেকে সমঝোতায় ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: