পোস্টাল ব্যালেটে মার্কা বিভ্রান্তি দূর করতে ইসিকে গণঅধিকার পরিষদের চিঠি
পোস্টাল ব্যালটে ট্রাক মার্কা ও ট্রাক্টর মার্কা বিষয়ে বিভ্রান্তি দূর করতে ইসিকে চিঠি দিয়েছে গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষরিত চিঠি আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫ টায় নির্বাচন কমিশনে জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না।
চিঠিতে উল্লেখ করা হয়,গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন। নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ( জিওপি), যার নিবন্ধন নাম্বার-৫১ ও দলীয় প্রতীক ট্রাক। যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে, পোস্টাল ব্যালট পেপারের নমুনা চিত্র বিভিন্ন মাধ্যম যোগে আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যেখানে ট্রাক মার্কা এবং ট্রাক্টর মার্কা সমসারিতে উপর-নীচে অবস্থান করছে। আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে, ট্রাক মার্কা ও ট্রাক্টর মার্কার অবস্থান একেবারেই নিকটবর্তী হওয়ায় ভোটারদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দুটো মার্কা সনাক্ত করা করা দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে, ভোট দিতে গিয়ে ভোটারগণ বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
এমতবস্থায় ট্রাক এবং ট্রাক্টর মার্কা দুটি ব্যালেটে নির্দিষ্ট দূরত্বে প্রতিস্থাপনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইলো।
বিভি/কেএস/এআই



মন্তব্য করুন: