২৫ জানুয়ারি চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান
আগামী ২৫ জানুয়ারী চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে মহানগর বিএনপি। এ উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বিএনপি।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
এসময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর,ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম রাসেল সহ মহানগর বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন, আগামী ২৪ জানুয়ারী সড়কপথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসার কথা রয়েছে। ফেনী, মিরসরাই সহ বিভিন্ন পথ সভা শেষে ২৫ জানুয়ারী সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষন দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ২১বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রামবাসী কাছে পাবার অপেক্ষায় আছেন বলে বলেন তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: