• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

কথা থাকলেও শরিক দলের জন্য ২ আসন প্রত্যাহার করেনি এনসিপি!

প্রকাশিত: ২০:৩৬, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কথা থাকলেও শরিক দলের জন্য ২ আসন প্রত্যাহার করেনি এনসিপি!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টির বাহিরে দুটি আসন প্রত্যাহারের কথা থাকলেও তা করেনি এনসিপি। জানা গেছে, নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে না পারার কারণে আসন দুইটির প্রার্থিরা মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পায়নি।

তারা হলেন- শরিয়তপুর-০১ আসনের প্রার্থী মো. আব্দুর রহমান এবং শেরপুর-০১ আসনের প্রার্থী লিখন মিয়া।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল ২০ জানুয়ারি ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আজ ২১ জানুয়ারি সারাদিন প্রতীক বরাদ্দ কার্যক্রম হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত