• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ভোটের জরিপ আগামী ১২ তারিখ বদলে দিবে জনগণ: আসিফ মাহমুদ 

প্রকাশিত: ১৯:১০, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:১১, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটের জরিপ আগামী ১২ তারিখ বদলে দিবে জনগণ: আসিফ মাহমুদ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, গত ১৭ বছরে যে কাজগুলো ফ্যাসিস্ট সরকার করেছে সেই একই কাজগুলো এক-দেড় বছর যাবত করছে একটি নির্দিষ্ট দল। বিভিন্ন দল নিয়ে ভোটের যে জরিপ তা আগামী ১২ তারিখ বদলে দিবে জনগণ।

তিনি বলেন, ১০ দলীয় জোটের ঐক্য বাংলাদেশের ভাগ্য বদলে দেওয়ার ঐক্য জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঐক্য। 

অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের দিকে হেলে যাচ্ছে। অতীত থেকে শিক্ষা না নিলে করুণ পরিণতি ভোগ করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। 

হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে ১০ দল।

বিভি/টিটি

মন্তব্য করুন: