• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

‘লয়ারস স্ট্যান্ড ফর ধানের শীষ’ শীর্ষক নির্বাচনী প্রচারণা পদযাত্রা আগামীকাল

প্রকাশিত: ১৯:১৪, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৭, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘লয়ারস স্ট্যান্ড ফর ধানের শীষ’ শীর্ষক নির্বাচনী প্রচারণা পদযাত্রা আগামীকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ‘লয়ারস স্ট্যান্ড ফর ধানের শীষ’ শীর্ষক নির্বাচনী প্রচারণা শুরু হবে মঙ্গলবার। রবিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে শুরু হবে পদযাত্রা। দলমত নির্বিশেষে সব পেশাজীবী ও আইনজীবীদের এই পদযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। পদযাত্রায় বিএনপির আইন উপ-কমিটির যুগ্ম সমন্বয়ক ব্যারিস্টার এম সাকিবুজ্জামানসহ অন্যান্য আরও অনেকে উপস্থিত থাকবেন।   

সংগঠনটির নেতাকর্মীরা বিবৃতিতে বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সুশাসন, গণতন্ত্র এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় সুনিশ্চিত করা অপরিহার্য। আইনজীবীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। এবারের নির্বাচনেও ভোটকেন্দ্র পাহারা দেয়া থেকে শুরু করে আইনি সহায়তার প্রতিটি ক্ষেত্রে আমরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করব।

বিবৃতিতে সংগঠনটি তাদের প্রস্তুতি ও অঙ্গীকার সম্পর্কেও জানিয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঘোষিত কর্মসূচির সঙ্গে পূর্ণ একাত্মতা ঘোষণা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এবং বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১৭ আসনের আইন উপ-কমিটি। আমরা বিশ্বাস করি, মঙ্গলবারের (২৭ জানুয়ারি) পদযাত্রা হবে আইনজীবীদের ঐক্যবদ্ধ শক্তির বহিঃপ্রকাশ। এই কর্মসূচি সফল করার মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করবো।

বিভি/এসজি

মন্তব্য করুন: