• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে: জামায়াত আমীর

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২২:৪৩, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে: জামায়াত আমীর

দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘গর্বের বাংলাদেশ গড়তে যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে। নির্বাচন সামনে রেখে কোনো মিথ্যা আশ্বাস আমরা দেব না। দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন। যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুর্নীতি করা যাবে না, করতে দেওয়াও হবে না- বলে মন্তব্য করে জামায়াত আমীর বলেছেন, দুর্নীতি, দুঃশাসন এই জাতিকে সর্বহারা জাতিতে পরিণত করেছে। তারা বলেছিলেন দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানাবেন। কিন্তু তারা ব্যাংক লুট করে টাকা পাচার করে সিঙ্গাপুর ও কানাডায় সম্পদ ও ব্যবসা করেছেন। 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সাম্যের ও ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কি দেশকে বিভক্ত করতে চান? জাতিকে বিভক্ত করতে চান? চান না। তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন, আপনারা সাড়া দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করুন।

তিনি বলেন, আমরা বলেছি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে দেশ সেবার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আমরা তাদের আহ্বান জানাবো আসুন পাঁচ বছর অন্তত দেশটা এক হয়ে চালাই। তবে তিনটা শর্ত মেনে আসতে হবে। প্রথম শর্ত হচ্ছে, নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না।

দ্বিতীয়ত, সমাজে সকল মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে, ন্যায়বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না, রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না, বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে। যাতে অর্থের বিনিময়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায়বিচার পায়। এখানে কে গরিব কে ধনী, কে কোন ধর্মের এটা দেখার কোনো সুযোগ নেই। সমাজের কে কোন চেয়ারে বসে আছেন ওইটাও দেখার কোনো সুযোগ নেই। যেই অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, আইনের আওতায় আনা হবে, একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনিও রেহাই পাবেন না। এর নাম হচ্ছে ন্যায়বিচার। কারো জন্যে আপনার বিচার আর কারো জন্যে দায়মুক্তি, এর নাম বিচার নয়। এটা বৈষম্য, বিচারের উপরে জুলুম। আমরা সেই বিচারের উপরে জুলুম মানব না।

তিন নম্বর শর্ত হচ্ছে, ৫৪ বছরের বস্তাপচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি তার নেতা-নেত্রীকে চোর বানায়, লুটেরা বানায়, সন্ত্রাসী বানায়, ফ্যাসিস্ট বানায় ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে। দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে, এমন একটা দেশ ও সমাজ গড়ার জন্যে দেশবাসী মুখিয়ে আছে। বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবক-যুবতীরা মুখিয়ে আছে। আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াই যতদিন চালিয়ে যেতে হয় আমরা প্রস্তুত। এ লড়াই থামবে না। এ লড়াই তখনই পূর্ণতা পাবে যখন জনগণের ও বিশেষ করে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণ হবে।

তিনি বলেন, এই তিন শর্তে যারা দেশ গড়ার কাজে অংশ নিতে চাইবেন, আমরা তাদেরকে বলব মোস্ট ওয়েলকাম। আসেন, সবাই মিলে আমরা আগামী বাংলাদেশটা গড়ে তুলবো, স্বপ্নের বাংলাদেশটা গড়ে তুলবো।

তিস্তা বাস্তবায়ন ও উত্তরবঙ্গে শিল্পের প্রসার ঘটানোর আশ্বাস দিয়ে জামায়াত আমীর বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আমাদের দায়িত্ব দিলে, উত্তরবঙ্গে প্রথম ওখানে কোদালের কোপ দেওয়া হবে। জায়গায় জায়গায় শিল্প কারখানা তৈরি করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত