• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

এবার তারেক রহমানের সমাবেশ চট্টগ্রামে, যেসব বিধিনিষেধ দিলো পুলিশ

প্রকাশিত: ২৩:১০, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:১১, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার তারেক রহমানের সমাবেশ চট্টগ্রামে, যেসব বিধিনিষেধ দিলো পুলিশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনী জোয়ার বইছে দেশজুড়ে। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলোও। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ক্রমে এবার তিনি যাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামে।

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এ নিষেধাজ্ঞা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার করতে পারবে না। একইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো বস্তু প্রদর্শন কিংবা প্ল্যাকার্ড বহন ও ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

নীতিমালা-২০২০ এর ৯ ও ১৩ ধারার আলোকে অননুমোদিত ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠাতব্য বিএনপির নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। দলীয় সূত্র জানিয়েছে, কর্মসূচিতে যোগ দিতে তিনি একদিন আগেই চট্টগ্রামে পৌঁছাবেন।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সেসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার চট্টগ্রাম আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত