পুরান ঢাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল করার পরিকল্পনা ইশরাক হোসেনের
ইশরাক হোসেন।
রাজধানীর পুরান ঢাকার যানজট নিরসনের রূপরেখা দিয়ে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পুরান ঢাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনে জয়লাভ করলে ওই অঞ্চলের যানজট নিরসনে সকল পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ পরিকল্পনার কথা জানান।
এ সময় তিনি ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বলেন, পুরান ঢাকার সড়ক ব্যবস্থা একেবারেই ভঙ্গুর। তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং করে সেখান থেকেও চাঁদা ওঠানো হয়, ফুটপাতগুলো সব দখল হয়ে গেছে। আপনাদের ভোটে আমি জয়লাভ করতে পারলে এসব সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেবো।
স্থানীয়দের সাথে নিয়ে নিজের নির্বাচনী প্রচারণায় এলাকার সমস্যা খুঁজে সেগুলো তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন ইশরাক হোসেন। তাছাড়া প্রতিটা সমস্যা তিনি সংসদে উত্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
দিনভর প্রচারণা শুরু করা ইশরাক হোসেনের আজকের কর্মসূচি ৩৮ নং ওয়ার্ডে। জয়কালি মন্দির হোমিওপ্যাথিক কলেজ থেকে শুরু করে পর্যায়ক্রমে- কাপ্তান বাজার নবাবপুর কেন্দ্র, হক্কার গলি, গুলপট্টি হয়ে মদন পাল লেন, মদন পাল লেন হয়ে নবাবপুর মূল রাস্তা, জুরিয়াটুলি লেন ৮০ নাম্বারের গলি দিয়ে, মহাজনপুর লেন শহীদ স্মৃতি কেন্দ্র হয়ে যাবে নবাবপুর দোকান মালিক সমিতির গলি দিয়ে নবেন্দ্রনাথ।
এরপর সেখান থেকে মিল্লাত ভাইয়ের বাসার গলি হয়ে টিপু সুলতান রোড হয়ে যদুনাধ বসাক লেন জিও ঠাকুর মন্দির। এরপর নবাবপুর রথখোলা হয়ে আনোয়ার টাওয়ার। সেখান থেকে আনাম হোটেলের গলি হয়ে গোয়ালঘাট সেলিম টাওয়ার বাসিদের সাথে সাক্ষাৎ ও লাল চাঁন মুকিম লেন হয়ে বাঁশপট্টি হয়ে বনগ্রাম রোড লোহার মার্কেটের ভিতরে যাবেন।
পুনরায় বনগ্রাম হয়ে গোপি মোহন দেওয়ান সাহেবের বাসার রোড হয়ে তরুন সংসদ ক্লাব হয়ে মহাজনপুর লেন যাবেন। সেখান থেকে শশী মোহন হয়ে চন্দ্র মোহন হয়ে বনগ্রাম পানির ট্যাংক হয়ে উত্তর বনগ্রাম পঞ্চায়েত থেকে যোগীনগর রোড বাশার ভাই এর বাসা হয়ে যোগীনগর লেন।
এরপর বি.সি.সি রোড হামিদ ভাইয়ের বাসা হয়ে স্টার হোটেল হয়ে তাহের বাগ লেন হয়ে চন্দ্রমোহনের উপর দিয়ে বনগ্রাম লেন হয়ে যোগীনগর মোর ৩ রাস্তার মোড়ে পথ সভা সহ বিভিন্ন এলাকায় পথসভা ও গনসংযোগ করবেন ইশরাক হোসেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: