চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তিনি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা ৩৫ থকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। সকালে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে রাখবেন মূল্যবান বক্তব্য। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্ত্ততিও সম্পন্ন করেছে বিএনপি। এতে ২০ থেকে ৩০ লাখ লোকের সমাগম হবে আশা দলটির সিনিয়র নেতাদের।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: