• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ব্যবসাবান্ধব পরিবেশ ও শক্তিশালী অর্থনীতির প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

প্রকাশিত: ২৩:০২, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:০২, ২৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ব্যবসাবান্ধব পরিবেশ ও শক্তিশালী অর্থনীতির প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং দেশের অর্থনীতি শক্তিশালী করা বিএনপির মূল লক্ষ্য। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা সবসময় ব্যবসায়ীদের সমর্থন করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে ২০০১ সালের সরকার পর্যন্ত ব্যবসায়ীরা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিলেন।

রবিবার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার ব্যবসায়ীদের সংগঠন ঐক্য ফোরাম ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমরা চাই ব্যবসায়ীরা আরও সম্প্রসারিত হোক। আপনার ব্যবসা যত বৃদ্ধি পাবে, আপনি তত বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। বেকারত্ব দূর করতে ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য সরকারি সহায়তা প্রদান অত্যন্ত প্রয়োজনীয়। অর্থনীতি শক্তিশালী হলে আমরা প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব।

পুরান ঢাকার অবস্থা নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ভঙ্গুর, গ্যাস সংকট, জলাবদ্ধতা, দূষণ ও পানি দূষণের কারণে পরিস্থিতি দুর্বিষহ। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পুরোপুরি সচল না থাকার কারণে ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। বিএনপি আইনশৃঙ্খলা পরিচালনা করতে পারে না, এটি সরকারের কাজ। আমরা আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পাড়া ও মহল্লায় নিরাপত্তা নিশ্চিত করেছি এবং ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছি।

ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, আমরা নির্বাচিত হলে কঠোরভাবে আইনশৃঙ্খলা বাস্তবায়ন করবো। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করবেন এবং সম্প্রসারণ করবেন। বেকার যুবকরা কর্মসংস্থান পাবে। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলবো।

অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিগত দেড় বছরে দেশি ও বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যে নেমেছে। অর্থনীতি শক্তিশালী না হলে দেশের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি বলেন, মারামারি, হরতাল, অবরোধ ও হানাহানি আমরা চাই না। ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়।

ইশরাক হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে আমাদের বিজয়ী করবেন। আপনার পরিবার, সহকর্মী, পাড়া প্রতিবেশীকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে সুযোগ দিন। মিডিয়ার সামনে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, আপনাদের হতাশ করবো না।

এসময় তিনি সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: