• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

এনসিপি প্রার্থীর ওপর হামলা, যা বললেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

প্রকাশিত: ১৭:১২, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এনসিপি প্রার্থীর ওপর হামলা, যা বললেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

ঢাকা-১৮ আসনের ১০ দলীয় জোটের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দিদার আহমেদ মোল্লাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত প্রস্তুতি সভাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “আমি ঘটনাটি শুনেছি এবং দলকে জানিয়েছি। দলের নির্দেশে অভিযুক্ত দিদার মোল্লাকে শোকজ করা হয়েছে। ঘটনা জানার পর আমি আরিফুল ইসলাম আবিদ কে ফোন করেছি। আমরা সবাইকে নিয়ে সহাবস্থানে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে কোনো উস্কানিমূলক কিছু ঘটবে না।”

এস এম জাহাঙ্গীর আরও বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। এই ঘটনার  আমরা জড়িত নই। তদন্ত কমিটি গঠন করা হবে। কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এনসিপি প্রার্থী আবিদকে উদ্দেশ করে তিনি বলেন, “ভোট নিয়ে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হবে না। প্রয়োজনে আমরা এক স্টেজে দাঁড়িয়ে জনগণের কাছে ভোট চাইব। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে।”

তিনি আরও বলেন, “আমাদের দল বড় সংগঠন। কোথায় কী ঘটনা ঘটে, সবকিছু একা জানা সম্ভব নয়। তবে কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

বিভি/এজেড

মন্তব্য করুন: