ধানের শীষের পক্ষে জুলাই যোদ্ধাদের প্রচারণা
জুলাই চেতনা পুঁজি করে চাঁদাবাজির রেকর্ড ভঙ্গ হয়েছে: রহমাতুল্লাহ
জুলাই আন্দোলনের চেতনাকে ব্যবহার করে বর্তমানে সারাদেশে চাঁদাবাজির যে মহোৎসব চলছে, তা ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী ও নামধারী ব্যক্তির অপকর্মের কারণে আজ প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বরিশাল নগরীর চৌমাথা সংলগ্ন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মূল গেট থেকে সদর-৫ আসনের ‘জুলাই যোদ্ধাদের’ উদ্যোগে আয়োজিত এই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে এক গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই গণঅভ্যুত্থানকে কিছু তথাকথিত জুলাই যোদ্ধা নামধারী ব্যক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করে নষ্ট করছে। তাদের কারণে আজ মাঠপর্যায়ে প্রকৃত ত্যাগী যোদ্ধারা সম্মান হারাচ্ছেন।
সরকারের উপদেষ্টা প্রতিনিধিদের সমালোচনা করে তিনি আরও বলেন, এই আন্দোলনের প্রতিনিধি হিসেবে দুইজন উপদেষ্টা সরকারের দায়িত্ব নিলেও তাদের কর্মকাণ্ড ও দুর্নীতির খবর জনগণকে ব্যথিত করেছে। তাদের এই আচরণে মানুষের মনে গভীর কষ্টের সৃষ্টি হয়েছে, যা আন্দোলনের মূল লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করছে।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং সকল প্রকার চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভি/এআই



মন্তব্য করুন: