• NEWS PORTAL

  • রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমীর

প্রকাশিত: ২২:৩৪, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এনসিপির দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তারা হলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান তাদের হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেন।

জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, ঢাকা-১৯ আসনে আমাদের বোন দিলশানা পারুলকে আমরা মনোনয়ন দিয়েছি।

নর-নারীদের রক্ত, মা-বোনদের চোখের পানি দেখে তিনি অস্ট্রেলিয়ার বিলাসী জীবন ছেড়ে দেশে এসেছেন। তিনি ৯ কোটি মায়ের পক্ষে কথা বলবেন, ১৮ কোটি মানুষের অধিকার সংরক্ষণে গর্জে উঠবেন ইনশাআল্লাহ।

ঢাকা-২০ আসনের প্রার্থী সম্পর্কে জামায়াত আমির বলেন, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ কুয়েট থেকে স্নাতক পাস করেছেন। আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দিতে চাই।

তিনি সেই প্রযুক্তির একজন নিয়ামক হিসেবে কাজ করবেন।

জনসভায় প্রধান অতিথির ভাষণে জামায়াত আমির বলেন, জুলাই না হলে ২০২৬ সালের নির্বাচন হতো না; যারা জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করে, তারা আসলে জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকেই অস্বীকার করে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার নির্বাচন—বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে নাকি আবার আধিপত্যবাদী শক্তির কবলে পড়বে, সেই সিদ্ধান্ত হবে এই ভোটে।’

বিভি/টিটি

মন্তব্য করুন: