সতর্ক থাকতে হবে, যেন আপনার ভোট অন্য কেউ দিতে না পারে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'এবার আমাদের আগের দিন থেকে ভোট দেওয়ার প্রস্ততি গ্রহণ করতে হবে। যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না আসতে পারে। যার যার এলাকার ভোট কেন্দ্রে সর্তক দৃষ্টি রাখতে হবে। সঠিক কেউ ভোট দিচ্ছে নাকি অন্য এলাকা থেকে এসে ভোট দিচ্ছে এ ব্যাপারে সর্তক থাকতে হবে। সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে।'
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় খোলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোট দিয়ে চলে আসলে হবে না। ভোট যাতে অন্য দিকে চলে না যায় সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।
তারেক রহমান বলেন, এখনও কোনো কোনো মহল চেষ্টা করছে কীভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন দিয়ে মা-বোনদের এনআইডি ও বিকাশ নেওয়ার চেষ্টা করছে। এভাবে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি হয়েছে।
জনসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
আনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় টাঙ্গাইলের আটটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: