• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকতে হবেঃ ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৬:২৭, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকতে হবেঃ ওবায়দুল কাদের

ফাইল ছবি

বাণিজ্য ও শিল্পের উন্নয়ন ধরে রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা নিজেদের সব ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িক অপশক্তিকে হাতিয়ার করেছে। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে উন্নয়নকাজ চলছে, মানুষের সাময়িক সমস্যা হলেও এর ফলাফল হবে জনবান্ধব। আগামী বর্ষার আগেই জনদুর্ভোগ শেষ হবে।  

তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিকে যারা ব্যবসার হাতিয়ার হিসেবে নেয়, তারা ভয়াবহ।

বিভি/এইচডব্লিউ/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2