• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খালেদা জিয়া’র উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরী এস ইসলাম কারাগারে

প্রকাশিত: ১২:১১, ১৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১২:১৪, ১৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
খালেদা জিয়া’র উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরী এস ইসলাম কারাগারে

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সাবেক ডিন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরি এস ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে উত্তরার পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে পুরনো একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে আদালতে তোলা হয়। 

আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কাশিমপুর কারাগারে পাঠায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। একই মামলার প্রধান আসামি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর মুখাপেক্ষী। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।’

রিজভী জানান, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবিলম্বে অধ্যাপিকা তাজমেরী ইসলাম-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের সাবেক ডিন তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমান উল্লাহ আমান যৌথ বিবৃতিতে বলেন, ‘বিনা কারণে আগের গায়েবি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার-এর মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বার বার নির্বাচিত ডিন, রোকেয়া হলের সাবেক প্রভোস্ট, রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, ঢাবি’র সর্বমহলে জনপ্রিয় ও সজ্জন ব্যক্তিত্বের অধিকারী অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম ম্যাডামকে কারাগারে পাঠানোর সংগে যারা জড়িত, তাদেরকে কঠিন মূল্য দিতে হবে।’

বিভি/এনএম/এএন

মন্তব্য করুন: