• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ওয়ার্ডেও কর্তৃত্ব হারালেন সরোয়ার, রাতে ৩০ কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ১২:৫৯, ১৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ওয়ার্ডেও কর্তৃত্ব হারালেন সরোয়ার, রাতে ৩০ কমিটি বিলুপ্ত

বরিশাল মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে চলা দ্বন্দ্ব বিতর্কের মধ্যে এবার সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির বরিশাল মহানগরের সদস্যসচিব মীর জাহিদুল কবির এই তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, এই ৩০টি ওয়ার্ডের কমিটি নগর বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সময়ে করা। এসব কমিটির সভাপতি সাধারণ সম্পাদকেরা সবাই তাঁর অনুসারী হিসেবে পরিচিত। গত নভেম্বরে তাঁরা বৈঠক করে নগর বিএনপির রাজনীতিতে সরোয়ারকে সমর্থন দিয়েছিলেন। দলটির কয়েকজন নেতা মনে করছেন, দলের ভেতরে সরোয়ারের শক্তি খর্ব করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেছেন, নগরের ৩০টি ওয়ার্ড কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। এগুলোর বেশির ভাগ নেতা সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। অনেকে জীবিত নেই। তাই গতকাল রাতের সভায় সর্বসম্মতিক্রমে ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল রাতের সভায় সভাপতিত্ব করেন দলের মহানগর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান। এতে নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার ছাড়াও সদস্য আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান, শাহ আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম সাইফুল আনাম উপস্থিত ছিলেন।

সভায় কমিটিগুলো ভেঙে দেওয়ার ঘটনাকে অগঠনতান্ত্রিক বলে উল্লেখ করেছেন এসব ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকেরা। ১৫ নং ওয়ার্ড বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মীর হাসান মাহমুদ বলেন, ‘১০ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি। এখন আমাদের না ডেকে নিজেরা নিজেরা বৈঠক করে এভাবে কমিটি ভেঙে দিল, এটা বিএনপির গঠনতন্ত্র সম্মত নয়। বিষয়টি গণতান্ত্রিক প্রক্রিয়ায়ও হয়নি।

বরিশাল মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে গত বছরের নভেম্বর আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। কমিটিতে মনিরুজ্জামান খানকে আহ্বায়ক, আলী হায়দারকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবিরকে সদস্যসচিব করা হয়। এরপর গত ২২ জানুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। সেখানে আগের ১৭১ সদস্যের কমিটির গুরুত্বপূর্ণ নেতারা স্থান পাননি।

দীর্ঘ ৩০ বছর ধরে মহানগর বিএনপির সভাপতি ছিলেন মজিবর রহমান সরোয়ার। সাংসদ, হুইপ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বও পালন করেছেন তিনি। দলের সাংগঠনিক কাঠামোতে তাঁর শক্ত প্রভাব রয়েছে। সর্বশেষ ২০১২ সালের নভেম্বর মাসে বিএনপির মহানগর কমিটি দেওয়া হয়, যার নেতৃত্ব পেয়েছিলেন সরোয়ার। দলীয় একাধিক সূত্রের দাবি, সরোয়ারের প্রভাব ঠেকাতে দীর্ঘদিনের নিষ্ক্রিয় অংশটি এবার আহ্বায়ক কমিটি করতে এককাট্টা হয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁরা সফল হন।

বিভি/এনএম

মন্তব্য করুন: