বিএনপি নির্বাচনে আসবে কিনা তা নিয়ে মাথা ব্যাথা নেই জাসদের

বিএনপি বা দলটির নেতৃত্বাধীন জোট না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না- এমনটি মানতে নারাজ জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার মতে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করবে ভোটের স্বচ্ছতার ওপর। সরকারের বিরুদ্ধে থাকা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের নিস্পত্তি আলোচনার টেবিলেই করা যায় বলেও মনে করেন সাবেক এ তথ্যমন্ত্রী।
বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ। এবারও নির্বাচন সামনে রেখে জাসদসহ জোটের অন্যদলগুলো নিয়েই নামতে চায় আওয়ামী লীগ। দলটির কার্যনির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকেও তা আলোচিত। সেই আলোকে প্রস্তুত হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ।
আরও পড়ুন:
- স্বর্ণের দামের বড় লাফ, নতুন মূল্য কার্যকর রবিবার থেকে
- সাতক্ষীরায় সাড়া জাগিয়েছে হান্নান মোড়লের রকমেলন
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন,বিএনপি বা তার সঙ্গীয় জোটের দলগুলো না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন ভাবনা ঠিক না। নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করবে ভোটের স্বচ্ছতার ওপর। দুর্নীতিসহ বর্তমান সরকারের বিরুদ্ধে অব্যবস্থপনা বা ব্যর্থতার অভিযোগগুলোর সমাধান আলোচনায় উঠে আসবে বলে মনে করেন তিনি।
সাবেক এ তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিদেশিদের চাপকে আমলে নিলে চলবে না। অভ্যন্তরীণ রাজনীতি নিজেদের মতো করে পরিচালনা করতে হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: