• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ২৫ শ্রাবণ ১৪২৯

ক‌মিউ‌নিস্ট নেতা যোগ দিলেন চর‌মোনাই‌ পী‌রের দ‌লে

প্রকাশিত: ০৭:০৮, ৫ আগস্ট ২০২২

আপডেট: ০৭:০৯, ৫ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ক‌মিউ‌নিস্ট নেতা যোগ দিলেন চর‌মোনাই‌ পী‌রের দ‌লে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর (‌সি‌পি‌বিএম) চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন চর‌মোনাই‌ পী‌রের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দি‌য়ে‌ছেন। 

বৃহস্প‌তিবার (৪ আগস্ট) ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা কার্যাল‌য়ে চরমোনাই‌য়ের পীর দ‌লের আমির মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল করী‌মের উপ‌স্থি‌তে যোগ দেন।

দল বদ‌লের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আলমগীর হো‌সেন ব‌লেন, বস্তুবা‌দের রাজনী‌তি‌তে পা‌র্থিব ও পরকালীন মু‌ক্তি নেই। তা অনুধাবন কর‌তে পে‌রে বাম রাজনী‌তি ছে‌ড়ে ইসলা‌মিক দ‌লে যোগ দি‌য়ে‌ছেন। 

যোগদান অনুষ্ঠা‌নে চর‌মোনাই‌য়ের পীর ব‌লেন, ইসলাম শান্তি, কল্যাণ মানবতার ধর্ম। ইসলামে সকলেই নিরাপদ। আজীবন ইসলামের বাইরে থাকা মানুষও যদি আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে, ইসলাম তার নিরাপত্তার জন্য যথেষ্ট।

বিভি/এনএম

মন্তব্য করুন: