• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

প্রয়োজন হলেই হরতাল-অবরোধের মতো কর্মসূচি: নজরুল ইসলাম

প্রকাশিত: ১৪:৪০, ৯ আগস্ট ২০২২

আপডেট: ১৪:৪৪, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
প্রয়োজন হলেই হরতাল-অবরোধের মতো কর্মসূচি: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে সব জিনিসের দাম। অন্যায়-অনাচার রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যখনই প্রয়োজন হবে, তখনি জনগণকে সম্পৃক্ত করে হরতাল-অবরোধের মত কর্মসূচি দেয়া হবে। 

মঙ্গলবার (৯ আগস্ট) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আশুরা উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের পর তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান জানান, জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই আন্দোলন করছে বিএনপি। এ আন্দোলনে যারা শরিক হবেন, তাদের নিয়েই আগামিতে সরকার পরিচালনা করা হবে বলে জানান তিনি । সাত দল নিয়ে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশকে ঐক্যবদ্ধ আন্দোলনের অগ্রগতি হিসেবে দেখছেন নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, তাদের দাবিগুলো অনেক দিন ধরেই বলে আসছে বিএনপি। সামনের দিনে আরো রাজনৈতিক দলকে একত্রিত করে যুগপৎ আন্দোলনের কথাও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। 

তিনি আরও বলেন,  এ সরকার জনগণের স্বার্থ না দেখে কুইকরেন্টাল, অর্থ পাচারকারি, ঋণ খেলাপিদের স্বার্থ রক্ষা করছে। বর্তমান সরকারের লুটপাট-অন্যায়ের জবাব জনগণ একদিন দেবে বলেও মনে করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: