• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাবাহারা শিশুর সঙ্গে কাঁদলেন মির্জা ফখরুল(ভিডিও)

প্রকাশিত: ১৯:২৮, ৩০ আগস্ট ২০২২

আপডেট: ১৯:৪৪, ৩০ আগস্ট ২০২২

ফন্ট সাইজ

‘আজকে ৮ বছর ধরে আমার বাবা নিখোঁজ। বাবাকে আমি একবারও দেখিনি। বাবাকে আমার খুব দেখতে ইচ্ছে হয়! স্কুলে যখন যাই আমার বন্ধুরা তাদের বাবাদের সঙ্গে যায়, কিন্তু আমি পারি না।  সবাই বাবার সঙ্গে মেলায় ঘুরতে যায় কিন্তু আমি পারি না। আমি বাবার সঙ্গে ঈদ করতে পারি না, মার্কেটে যেতে পারি না। কেন? সবার কাছে একটাই দাবি আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বাবাকে ছাড়া আমার ভালো লাগে না। সেই ছোট থেকে বড় হয়ে গেলাম, কিন্তু বাবাকে দেখতে পেলাম না। কেন? আমার বাবাকে ফিরিয়ে দাও আমার বাবাকে আমার দেখতে ইচ্ছে হয়।’

মঙ্গলবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত মানবন্ধনে মাইক হাতে নিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে এই কথাগুলো বলছিল ৮ বছর আগে নিখোঁজ সোহল এর মেয়ে সাফা। এই সময়ে পাশে বসে মেয়েটির সঙ্গে কাঁদতে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এক পর্যায়ে চশমা খুলে রুমাল দিয়ে চোখের পানিও মুছতে দেখা যায় তাকে।

পরে এই আহাজারি কতদিন চলবে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীন দেশে গুম হওয়া পরিবারের আহাজারি দুর্ভাগ্যজনক। গত ১৫ বছর ধরে সব অধিকার কেড়ে নিয়েছে হাসিনা সরকার। এই আর্তনাদ-আহাজারি কতদিন চলবে?’

তিনি বলেন, ‘সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে সরকার। ভয় দেখিয়ে গুম খুন করে রাষ্ট্র চালাচ্ছে। মিথ্যাচারের জন্য বিশেষ নোবেল পুরষ্কার দেওয়া উচিত সরকারকে।’

ফখরুল আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারের যিনি প্রধান তিনি কিছুদিন আগে এসেছিলেন। সরকারের মন্ত্রীদের বলেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুমের ঘটনা ঘটছে। এসবের নিরপেক্ষভাবে তদন্ত হওয়ার জন্য স্বাধীন কমিশন দরকার। তিনি আরও একটি কথা বলেছেন, সেনাবাহিনীর যারা জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে এই কর্মকর্তাদের কেউ মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত কি-না তা দেখা কর্তৃপক্ষের দায়িত্ব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই ইঙ্গিতগুলো, কথাগুলো সাধারণ কথা না। সরকার ঔদ্ধত্য প্রকাশ করতে অভিযুক্ত পুলিশ অফিসারকে তিনদিনের ভিসা নিয়ে জাতিসংঘ অধিবেশনে পাঠাচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পরিস্কারভাবে তার প্রেস কনফারেন্সে বলেছেন, ‘বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর আমাদের সরকার প্রচার করছে তিনি বলেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কিছু বলেননি। এটা জনগণের সঙ্গে প্রতারণা।’

জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় মানবাধিকার লঙ্ঘন, গুমের জন্য অতীতে যেভাবে সরকার প্রধানদের বিচার হয়েছে, সেভাবে বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

বিএনপির আন্দোলনে সরকার ভয় পেয়েছে উল্লেখ করে দলের শীর্ষ এই নেতা বলেন, ‘আন্দোলন দেখে সরকার ভয় পেয়ে গেছে, তাই আবার লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ জেগে উঠেছে। সবাই এগিয়ে আসুন দেশ রক্ষার জন্য। এমন আন্দোলন গড়ে তুলি, এই সরকারের পতন ঘটিয়ে মানবতার সরকর গঠন করি।’

বিভি/কেএস/এএন

মন্তব্য করুন: