• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুবদলকর্মী শাওনের মরদেহ হস্তান্তর করেনি কর্তৃপক্ষ, জানাজায় বিলম্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
যুবদলকর্মী শাওনের মরদেহ হস্তান্তর করেনি কর্তৃপক্ষ, জানাজায় বিলম্ব

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনের লাশ হস্তান্তরে হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ কারণে নির্ধারিত সময় বিকাল ৫টায় জানাজার কথা থাকলেও তা অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের পর তিনি জানান, বারবার যোগাযোগ করেও যুবদল কর্মী শাওনের লাশ হস্তান্তর করছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো শীর্ষ মহলের নির্দেশের কারণে লাশ হস্তান্তর করা হচ্ছে না বলে মনে করেন রিজভী। 

এর আগে শুক্রবার সকালে জানানো হয়েছিল বাদ জুমা শাওনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। কিন্তু মরদেহ না পাওয়ায় সেই সময়ে পরিবর্তন এনে বিকাল ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। তবে সেটাও অনুষ্ঠিত হয়নি।

তিনি অবিলম্বে নিহত শাওনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করার জোর দাবি জানান। যদিও শাওনের মরদেহের ময়নাতদন্ত বিকাল ৪টার আগেই সম্পন্ন হয়েছে। তার সুরতহাল রিপোর্টও প্রদান করেছেন চিকিৎসকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2