• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কর্মসূচি থেকে ইডেনের বহিষ্কৃত নেত্রীরা মুখ ঢেকে পালালেন

প্রকাশিত: ১৬:১০, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
কর্মসূচি থেকে ইডেনের বহিষ্কৃত নেত্রীরা মুখ ঢেকে পালালেন

ইডেন কলেজে ছাত্রলীগের কমিটি নিয়ে শুরু হয়েছে তুমুল হইচই। বিভিন্ন বিতর্কের কারণে রবিবার (২৫ সেপ্টেম্বর) মাঝরাতে কমিটি স্থগিত ঘোষণার পাশাপাশি ১৬ জন নেত্রীকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এই বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মীরা। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইডেন কলেজে অনশনে বসার ঘোষণা দিলেও দুপুরে অনশন বাতিলের ঘোষণা দিয়েছেন ইডেনের বহিষ্কৃত নেত্রীরা। দুপুর ২টার দিকে তারা অনশন বাতিলের ঘোষণা দেন তারা। শুধু বাতিলই করেননি, রিকশায় উঠে মুখ ঢেকে পালিয়ে যান তারা। পরে সাংবাদিকরা তাদের রিকশা ঘিরে ধরলে কয়েকটি কথা বলে চলে যান।

এর আগে, দুপুর ১২টার দিকে ইডেন মহিলা কলেজে এক সংবাদ সম্মেলনে অনশনের ঘোষণা দিয়ে তারা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আসেন অনশনে বসার জন্য। কিন্তু সেখানে দেড় ঘণ্টা অবস্থানের পরেই তারা অনশন বাতিলের ঘোষণা দিলেন।

এ বিষয়ে ইডেন কলেজের বহিষ্কৃত নেত্রী জান্নাতুল ফেরদৌস জানান, আমাদের অনশন কর্মসূচি বাতিল করেছি। পরে বিস্তারিত জানতে পারবেন। ভয় দেখিয়েছে কীনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, না কোনো ভয় ভীতি দেখায়নি কেউ। আমাদের বড় ভাইয়েরা আশ্বস্ত করায় আমরা কর্মসূচি বাতিল করেছি। 

বিভি/এজেড

মন্তব্য করুন: