নেত্রকোনায় গিয়ে রাশেদসহ গণ অধিকার নেতারা অবরুদ্ধ
সদ্য কারামুক্ত কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও গণ অধিকার পরিষদের নেতা হাসান আল মামুনকে নিয়ে বাড়ি যাওয়ার পথে নেত্রকোনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এখনও তারা অবরুদ্ধ রয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনায় হাসান আল মামুনের বাড়িতে যাওয়ার পথে হামলা চালানো হয় বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন। এই ঘটনায় তারা নেত্রকোনায় তাৎক্ষণিক প্রতিবাদও করেছেন বলে জানান তারা।
গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানান, একবছর পর ছাত্র অধিকার পরিষদ এর সাবেক আহবায়ক হাসান আল মামুন কারাগার থেকে মুক্ত হয়ে আজ বিকেলে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় যায়। সাথে গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক রাশেদ খানসহও অনেকেই ছিলো। নেত্রকোনার মদনপুর বাজারে পৌঁছালে জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলা করার চেষ্টা করে এসময় তাদের কয়েকজনকে কিল ঘুসি দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে হাসান আল মামুন তাদের বাড়িতে চলে যায়, কিছুক্ষণ পর বাড়িতে এসেও ছাত্রলীগের নেতারা হুমকি দিয়ে যায়।
তিনি জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা রাশেদ খান কেন সেখানে গেলো সেটা নিয়ে কৈফিয়ত চাচ্ছে। এখনও মামুনদের বাড়ির সমানে বাজারে ছাত্রলীগের লোকজন অবস্থান করছে। বাড়ি থেকে বের হলে হামলা করবে। রাশেদরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন।
সেখানে পরিস্থিতি এখনও গরম, পুলিশ আসতেছে তারা রাশেদখানসহ সবাইকে সেখান থেকে পুলিশ পাহারায় নিয়ে আসবে বলেও জানান গণ অধিকার পরিষদের এই নেতা।
বিভি/কেএস
মন্তব্য করুন: