• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গণমাধ্যমে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: বৈশাখী

প্রকাশিত: ২০:১২, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
গণমাধ্যমে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: বৈশাখী

রাজধানীর ইডেন মহিলা কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। এতে করে ইডেন শাখা ছাত্রলীগেও দুটি গ্রুপ তৈরি হয়েছে। ঝামেলা গুরুতর পর্যায়ে চলে যাওয়ায় ইডেন শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে কিছু নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে।

এদিকে এই ঘটনায় সবচেয়ে আক্রোশের শিকার হয়েছেন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। এ নিয়ে তিনি সামাজিক মাধ্যমে নিজের আইডিতে একটি স্ট্যাটাসও দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া ওই স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

No description available.

তিনি লিখেছেন, ‘আমি সামিয়া আক্তার বৈশাখী ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ইডেন কলেজের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গণমাধ্যমে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ আমি উল্লেখ করি, কিন্তু সেগুলো আমার বক্তব্য হিসেবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এসব বিষয়ে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নয়। সে কারনে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য সংশোধন করার অনুরোধ করছি।’ 

একই সঙ্গে তিনি লেখেন, ‘একই সঙ্গে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ও ক্ষমাপ্রার্থনা করছি ৷’

বিভি/এজেড

মন্তব্য করুন: