‘মহামানবদের বাণী অনুসরণ করলে এতো সংঘাত থাকতো না’

ছবি: বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহামানবদের বাণী অনুসরণ করলে এতো সংঘাত থাকতো না, হানাহানি থাকতো না।
রবিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রায় এ কথা বলেন তিনি। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সরকার এ ব্যাপারে নিরুত্তাপ, নিশ্চুপ। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি ফ্যাসিবাদের দোসর। তার বিচার হওয়া উচিত।
বিএনপির এই নেতা বলেন, সরকারে ক্ষমতাশালী একজন উপদেষ্টা রয়েছেন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এতো শক্তিশালী উপদেষ্টা থাকার পরেও বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে ভারত থেকে কিভাবে মানুষ ঢোকানো হচ্ছে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী।
বিভি/এমআর
মন্তব্য করুন: