• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপি সরকারের ফাঁদে পা দেবে না: গয়েশ্বর

প্রকাশিত: ১৫:০৮, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিএনপি সরকারের ফাঁদে পা দেবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অনুমতি পাওয়া যাক বা না যাক ১০ ডিসেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হবে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। সরকার সংঘাতের উস্কানি দিচ্ছে, তবে বিএনপি সরকারের ফাঁদে পা দেবে না।

বৃহস্পতিবার( ২৪ নভেম্বর) দুপুরে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান ঢাকা জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারা। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার নেই। বিচারের নামে  চলছে অবিচার, তাই জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চলছে।

বিএনপির বিভাগীয় সমাবেশের দিনগুলোতে পরিবহন ধর্মঘট ডাকাসহ নানাভাবে বাধা দেয়া হলেও জনস্রোত ঠেকাতে পারেনি সরকার। বলেন, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশেও বাধা দেয়ার ষড়যন্ত্র চলছে। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2