• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৬ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন 

প্রকাশিত: ১৩:০২, ২৭ নভেম্বর ২০২২

আপডেট: ১৩:০৩, ২৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
৬ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন 

ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ মে। সেই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। কিন্তু বিভিন্ন ইস্যুতে বিতর্কিত হওয়ায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।  এরপর আওয়ামী লীগের ভাতৃপ্রতীম এই সংগঠনের দায়িত্ব পরে আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যের উপর। 

জানা গেছে, ছাত্রলীগের সম্মেলন নিয়ে নানান তারিখ এর আগে শোনা গেলেও ৬ ডিসেম্বরই হবে ছাত্রলীগের সম্মেলন।  ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সারথি বাংলাদেশ ছাত্রলীগ।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: