• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংসদে বিএনপির কর্মসূচি নিয়ে কঠোর সমালোচনা ধানের শীষের এমপি’র

প্রকাশিত: ২২:১৬, ১৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ২২:৩৬, ১৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সংসদে বিএনপির কর্মসূচি নিয়ে কঠোর সমালোচনা ধানের শীষের এমপি’র

গত জাতীয় নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত হয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ওই নির্বাচনে তার প্রতীক ছিল ধানের শীষ। আজ সংসদে তিনি বিএনপির রাষ্ট্র মেরামত কর্মসূচির কঠোর সমালোচনা করে রীতিমত ধুয়ে দিয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বিএনপি নেতৃত্বের সমালোচনা করেন।

আরও পড়ুন: 

 

গত ১১ ডিসেম্বর সংসদ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের পরে বর্তমান সংসদে আর তাদের প্রতিনিধিত্ব নেই। কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে এমপি হলেও বিএনপির প্রার্থী না হওয়ায় সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সংসদে আছেন।

সংসদে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘বাংলাদেশকে মেরামত করতে হবে। কাদের কাছ থেকে শুনছি? ৭৫ সালের খুুনিদের কাছ থেকে শুনছি। মেরামত শব্দটি সাধারণত পরিবারের সাথে ঘর মেতামত বোঝায়। তারা কী সেই মেরামত করতে চায়? ১৯৭৫ সালের ১৫ আগস্টের মত ঘটনা ঘটিয়ে। তারা কি সেই মেরামত করতে চান খুনি জিয়া যেমনভাবে পাকিস্তানের দালাল জাতিসংঘে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেরকম পরিবর্তন ব্যবস্থা করতে চান? জিয়ার দুঃশাসনে যে কারফিউর গণতন্ত্র, তারা কি সেই স্বৈরতন্ত্র করতে চান? তাদের কথা শুনলে মনে হয় ওই দিকেই যাচ্ছেন।’

সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মনসুর বলেন, ‘এক দল, দুই দল, ৫৪ দল বিভিন্ন দল করছে, আজকের সংসদে দাঁড়িয়ে এ কথা বলতে পারি পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহীমের সঙ্গে বৈঠক করে যারা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন চান, সেই পাকিস্তানি ধারার রাজনীতি আর এ দেশে আসার সুযোগ নাই।’

তিনি আরও বলেন, ‘যারা এই ধারার রাজনীতি করেন তাদের শুধু বলব জীবনে কোনোদিন বিএনপির নেতৃত্বে বাংলাদেশ কোনো আন্দোলনে কোনো বিজয় তারা ছিনিয়ে আনতে পারে নাই। ষড়যন্ত্রের মাধ্যমে তারা খুনি জিয়ার মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। কিন্তু আন্দোলন সংগ্রাম করে মানুষের মন নিয়ে মানুষের মাধ্যমে এদেশে আন্দোলনের সফলতা তারা কোনোদিন আনতে পারে নাই আগামীতেও আনার কোনো সুযোগ থাকবে না।’

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: