• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২০ জানুয়ারি ২০২৩

আপডেট: ২১:৫৬, ২০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী সভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এবং অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। গতকাল ১৯ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুরে নিজের বাবার নামে করা হাজী মকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা করেন তিনি।

অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব বলেন, ‘আবদুস সাত্তার ভূঁইয়া একজন ভালো মানুষ। উনি জীবনে কারও ক্ষতি করেননি। আগামী ১ ফেব্রুয়ারি তিনি কলার ছড়া মার্কায় ৯০ ভাগ ভোট পেয়ে বিজয়ী হবেন।’ 

আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল হাসান তুষার, সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রিফাত বিন জিয়া, আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম, আইয়ুব খান প্রমূখ।

সভায় স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘বিএনপির হাই কমান্ডের নির্দেশে পদত্যাগ করেছি। পরে বুঝতে পারি আমি আমার এলাকার জনগণের কাছে দেওয়া ওয়াদার খেলাপ করেছি। তাই আবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনারা আমাকে কলার ছড়া মার্কায় ভোট দিয়ে আবার জয়যুক্ত করুন।’

সভার বিষয়ে পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘পাকশিমুল ও অরুয়াইল ইউনিয়নে আমরা সবাই সাত্তার সাহেবের নির্বাচনী সভায় অংশ নিয়েছি।’

বিভি/এইচএস

মন্তব্য করুন: