• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শুক্রবার রাজধানীতে নতুন কর্মসূচির ডাক গণঅধিকার পরিষদের

প্রকাশিত: ২৩:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শুক্রবার রাজধানীতে নতুন কর্মসূচির ডাক গণঅধিকার পরিষদের

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় নতুন কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ ও হারিকেন মিছিল করবে গণঅধিকার পরিষদ। ওইদিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালিত হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ কর্মসূচি গৃহীত হয়। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সভায় সভাপতিত্ব করেন।

সেদিন বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে ১০ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ করবে দলটি।

সভায় গণঅধিকার পরিষদের নেতারা জানান,লুটপাট অব্যাহত রেখে জনগণের পকেট কাটতেই সরকার বারবার বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। কোনো দায়বদ্ধতা না থাকায় সরকার এমন গণবিরোধী কাজ করছে। বর্তমান সরকার গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১২ বার ও পাইকারি পর্যায়ে ১১ বার দাম বাড়িয়েছে। কেবল গত জানুয়ারি মাসেই দু'দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে। এভাবে মানুষের জীবনকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে সরকার। এভাবে একটা দেশ চলতে পারে না।’

বিভি/এজেড

মন্তব্য করুন: