• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দুর্নীতি-লুটপাটের কারণে অর্থনৈতিক দুরবস্থা দেখা দিয়েছে: আমির খসরু

প্রকাশিত: ২৩:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ

গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অভ্যন্তরীণ চাপের চেয়েও বহির্বিশ্বের চাপ বেশি- বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্নীতি-লুটপাটের কারণে অর্থনৈতিক দুরবস্থা দেখা দিয়েছে। বর্তমান সরকারের পক্ষে এই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। 

সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আন্দোলনের গতি প্রকৃতি সব সময় এক রকম থাকেনা। জনগণকে আরো সম্পৃক্ত করে আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর কথা জানান তিনি। 

এদিকে, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্যই দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা চাইছে বিএনপি। সরকার পতনে সামনের দিনে বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান, বিএনপি নেতারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: