• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভোট চুরির সাথে জড়িতদেরও জেলে যেতে হবে: আমীর খসরু 

প্রকাশিত: ২৩:১৯, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ভোট চুরির সাথে জড়িতদেরও জেলে যেতে হবে: আমীর খসরু 

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী। ১২ বছরের গুম, খুন, গণহত্যার মামলা যুক্ত হলে ৩০০ আসনে আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে না। তাদের সবাইকে জেলে যেতে হবে। ভোট চুরির সাথে জড়িতদেরও জেলে যেতে হবে।

শনিবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রাম মহানগরীর নুর আহমদ সড়কে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিক্ষোভ সামবেশে তিনি এসব কথা বলেন। 

বিক্ষোভ সামবেশে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১০ লাখ কোটি ডলার বিদেশে পাচার করার কারণে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। তাই আওয়ামী চোর ব্যতীত মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে৷

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, শুধু বিদ্যুৎ খাতে ৯০ হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকার। এখন আওয়ামী সিন্ডিকেট ছাড়া কেউ পণ্য আমদানি করতে পারছে না। আওয়ামী সিন্ডিকেট ডলার পেয়ে খাদ্য আমদানি করছে তা আবার বহুগুণ বেশি দামে বিক্রি করছে। অর্থপাচারকারী, লুটেরা, ভোট চোরদের আগামীতে বিচার করার কথা বলেন তিনি। 

মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সামবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ অন্যরা। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2