• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদনে আমরা লজ্জিত: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬:৫২, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদনে আমরা লজ্জিত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন তিনি।  

বুধবার (২২ মার্চ) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় মহাসচিব বলেন, রিপোর্ট প্রকাশের পরে আওয়ামী লীগের নেতারা নিজেদের মত বানিয়ে কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আওয়ামী লীগ সচেতনভাবে বাংলাদেশকে গণতন্ত্র থেকে সরিয়ে ফ্যাসিবাদ, কর্তৃত্বববাদ, একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে।

গোটা দেশ কারাগারে পরিণত হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো রাখতে পারছি না। সমস্ত রাজনৈতিকদলগুলো সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানে হটাতে হবে। আওয়ামী লীগ কাউকে সম্মান দিতে জানে না। তাজউদ্দিন, ভাসানীর নামও নেয় না মুখে বলেও মন্তব্য করেন এই বর্ষীয়ান নেতা। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: