সরকারের মদদে আ. লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে: মির্জা আব্বাস

ফাইল ছবি
সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে। অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণসভা হয়, জাতীয় প্রেসক্লাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেয়ার অধিকার বর্তমান সরকারের নেই। বিএনপি দেশকে গাজা বানাতে চায় না। বিএনপিকে চাইলেই কেউ শেষ করতে পারবে না বলেও মন্তব্য করেন, মির্জা আব্বাস।
এদিকে, আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে, নার্সেস এসোসিয়েশন অফ বাংলাদেশ । বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত দিনে মেগা প্রজেক্টের নামে টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার।
দেশের প্রয়োজনে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন, বিএনপি নেতারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: