• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রতিনিধি দল নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৯:০৪, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
প্রতিনিধি দল নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ওবায়দুল কাদের

একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

ওই পোস্টে দেখা গেছে- টুইটে তিনটি ছবি পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে বলা হয়েছে, রাষ্ট্রদূত হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাণিজ্য থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

পিটার হাসের বাসায় আওয়ামী লীগের প্রতিনিধি দল

প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ. আরাফাত।

বিভি/এজেড

মন্তব্য করুন: