• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপি নেত্রী নিপুণ

প্রকাশিত: ১১:৫৮, ২৯ এপ্রিল ২০২৩

আপডেট: ১৩:১৪, ২৯ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপি নেত্রী নিপুণ

নিপুণ রায় (ফাইল ছবি)

স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওয়াশিংটনের উদ্দেশে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।  

'জনসাধারণের নীতিনির্ধারণে নারীর অগ্রগতির প্রভাব: নারী আইনপ্রণেতা এবং স্টাফ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠান আগামী ১ মে থেকে ১৯ মে পর্যন্ত চলবে। 

এ বিষয়ে নিপূণ রায় গণমাধ্যমকে বলেন, কয়েক বছর ধরে দেশে নারী নেতৃত্ব চললেও দেশের রাজনীতিকে নারীদের অংশ গ্রহণ সুখকর নয়। নারীরা যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় না থাকে তাহলে সমঅধিকার প্রতিষ্ঠা হবে না। 

দেশে ঢালাওভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু আইনটি নারীবান্ধব কিনা, সে বিষয়ে লক্ষ্য রাখা হয় না বলে মন্তব্য করেন তিনি। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: