• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নির্বাচন বানচালে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

প্রকাশিত: ১৪:১২, ৩০ মে ২০২৩

আপডেট: ১৪:১৩, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
নির্বাচন বানচালে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

নির্বাচন বানচাল ও সাংবিধানিক ধারা ব্যাহত করতে বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। মঙ্গলবার (৩০ মে) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। 

বিবৃতিতে বলা হয়, জনবিচ্ছিন্ন বিএনপি নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে অংশ নিতে ভয় পায়। দলটির নেতৃত্ব দেয়ার মতো কোনো নেতা না থাকায় নির্বাচনে অংশ নেয়ারই সৎ সাহস রাখে না। তাই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন কমিশনের অধীনেই গাজীপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। 

আগামী জাতীয় নির্বাচনও অবাধ ও সুষ্ঠু করতে সরকার সংকল্পবদ্ধ বলে জানান তিনি। আবারো বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের দুশ্চিন্তার কিছু নেই। বরং বিএনপিই আতঙ্কিত। 

তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা দেয়ার সিদ্ধান্তের জন্যই রেমিট্যান্স বেড়েছে। এতেই বিএনপির গাত্রদাহ হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

বিভি/রিসি

মন্তব্য করুন: